লখনৌতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অভিযানে লাঞ্চনার শিকার হয়ে গ্রেফতার হওয়া সাত কাশ্মীরি ফল বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এর আগে কাশ্মীরি ফল বিক্রেতাদের উপর পৌরসভার কর্মচারীদের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের সাহায্য চাইলে পুলিশ একজনকে তাকে থাপ্পর মেরে পুলিশের ভ্যানে তোলে।
ঘটনাটি ঘটে লখনৌ শহরে গোমতী নগর থানা এলাকায়। অ্যাসোসিয়েশন অফ প্রোটেকশন ফর সিভিল রাইটস (এপিসিআর) এর ব্যক্তিগত বন্ডে সাত কাশ্মীরকে মুক্তি দেয় পুলিশ।
এপিসিআর উত্তরপ্রদেশের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সৈয়দ মেহফুজুর রহমান ফয়জি গণমাধ্যমকে জানান, তাদের ২৪ ঘন্টা পুলিশি হেফাজতে রাখার পর আমাদের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বাজেয়াপ্ত হওয়া মালামালও ফেরত দিয়েছে পুলিশ।
প্রশাসন এই এলাকাটিকে স্পেশাল এলাকা ঘোষণা করে কোন কিছু বিক্রি করা যাবে না ঘোষণা দিলেও সেখানেই অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সেখানে আরো অনেক ব্যবসায়ী থাকলেও পুলিশ শুধু এই সাত কাশ্মীরিকেই গ্রেফতার করে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফয়জান মোহাম্মদ, ইয়াওয়ার আহমেদ, ওয়াসিম আহমেদ, আশিক হুসেন, রউফ নাজির, আমির আহমেদ এবং ইদ্রিস আহমেদ। এরা সবাই জম্মু ও কাশ্মীরের কুলগাম শহরের বাসিন্দা।