নারী খেলোয়াড়দের যৌন হয়রানির প্রতিবাদে দুটি জাতীয় পদক ফিরিয়ে দিয়েছেন কুস্তিগির ভিনেশ ফোগাত।
শনিবার (৩০ ডিসেম্বর) সড়কের পাশে তিনি পদকগুলো ফেলে আসেন।
২০২৩ সালের জানুয়ারি থেকে কুস্তিগিররা যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিং বছরের পর বছর ধরে নারী কুস্তিগিরদের যৌন হয়রানি করেছেন।
অভিযোগ অস্বীকার করেছেনব্রিজ ভূষণ সিং।
ফোগাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পুরস্কারগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তবে পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। গতকাল শনিবার ফোগাত দিল্লিতে সড়কের পাশে পদকগুলো ফেলে আসেন। তিনি আরও বলেন, কুস্তিগিরেরা যখন ন্যায়বিচার পাওয়ার জন্য সংগ্রাম করছেন, তখন এ ধরনের সম্মাননা ধরে রাখাটা অর্থহীন।
ফোগাত তাঁর খেলরত্ন পুরস্কার পান ২০২০ সালে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এটি।
গত মে মাসে আন্দোলনকারী কুস্তিগিরেরা অভিযোগ করেন, দিল্লিতে বিক্ষোভ করার সময় পুলিশের নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা।
চলতি মাসের শুরুর দিকে ব্রিজ ভূষণের এক ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট করা হয়েছে। এতে আন্দোলনকারী কুস্তিগিরেরা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
২৯ বছর বয়সী ফোগাত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে পদক পেয়েছেন। আন্তর্জাতিক নারী কুস্তিগিরদের একটি পরিবারের এ সদস্য ক্রীড়াঙ্গনে নারীবিদ্বেষী আচরণের বিরুদ্ধে সোচ্চার থাকেন।