বহরমপুরে খুন তৃণমূল কর্মী সত্যেন চৌধুরী 

 মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রকাশ্য গুলিতে প্রাণ গেল সত্যেন চৌধুরী নামের এক তৃণমূল কর্মীর। 

রবিবার দুপুরে বহরমপুর থানার অন্তর্গত ভাকুরি চালতিয়া এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে সত্যেনকে কাছ থেকে গুলি করে খুন করে কয়েক জন দুষ্কৃতী। জখম অবস্থায় সঙ্গে সঙ্গে সত্যেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণ করে৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যেই খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ কী কারণে এইভাবে খুন করা হল, তা নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন৷

সূত্রের খবর, বহরমপুরের ভাকুড়ি এলাকায় জনা কয়েক অনুগামীদের নিয়ে নির্মীয়মাণ বহুতলের কাছে বসেছিলেন সত্যেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। একসময় অধীর চৌধুরীর ডান হাত বলে জেলায় পরিচিত ছিলেন এই নেতা। পরে তাঁর সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন সত্যেন। গত বিধানসভা নির্বাচনের আগে সেই দলের সঙ্গে মতানৈক্যের কারণে দল থেকে দূরেই থাকতেন বলে দলীয় সূত্রের খবর। তবে তৃণমূলের এই কর্মীর মৃত্যুর পিছনে সঠিক কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

Latest articles

Related articles