ফিলিস্তিনে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে ইসরাইলি বোমা হামলায় ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) গাজার দেইর এল-বালাহের প্রবেশপথে সালাহ আল-দিন স্ট্রিটে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক ইউসুফ আবু মা’মার, প্যারামেডিক ফাদি ফুয়াদ আল-মানি, ইসলাম আবু রিয়ালা ও ফটেগ্রাফার ফুয়াদ আবু খামাশ।
গাজার রেড ক্রিস্টেন্ট সংস্থা এক্স পোস্টে জানিয়েছে, নিহতরা রেড ক্রিসেন্টের প্রতীক পরা অবস্থায় শহীদ হয়েছেন, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত হওয়ার কথা। আমাদের সহকর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। যখন একটি অ্যাম্বুলেন্সের ভিতরে স্পষ্টভাবে রেড ক্রিসেন্টের প্রতীক ছিল তারপরও তাদের উপর হামলা চালানো হয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনী মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে বোমাবর্ষণ করলে ৪০ জনেরও বেশি নিহত হয়। যদিও ইসরাইলি সেনাবাহিনী এলাকাটি নিরাপদ বলে ঘোষণা করেছিল।
গাজাল ৭ অক্টোবর থেকে পরিচালিথ হামলায় এ পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৯ হাজারের বেশি।