সুপ্রীম কোর্ট বিলকিস বানুকে ধর্ষণে সাজাপ্রাপ্ত ১১ জনকে কারাগারে ফেরার নির্দেশ দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান এবং লোকসভা সাংসদ বদরুদ্দিন আজমল।
অন্যান্য অনেক ক্ষেত্রেও বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, বিলকিস বানুকে ন্যায়বিচার দেওয়া হয়েছে। আমাদের আদালতের প্রতি আস্থা আছে।
আজমল বলেন, আমরা আশা করি আরও অনেক মামলায় ন্যায়বিচার পাব।
২০০২ সালে গোধরা দাঙ্গার সময় বিলকিস বানুকে গণধর্ষণ করা হয়। তার পরিবারের সদস্যদের হতা করা হয়। গুজরাট সরকার হত্যা ও ধর্ষণে সাজাপ্রাপ্ত ১১ জনের সাজা মওকুফ কররেও সম্প্রতি সুপ্রীম কোর্ট সেই আদেশ বাতিল করেছে।
বিচারপতি বিভি নাগারথনা এবং উজ্জল ভুইয়ানের একটি বেঞ্চ গুজরাট সরকারের মওকুফ আদেশ বাতিল করে দেয়।
১১ আসামিকে দুই সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।