গত দুই মাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
লখনৌতে ওই ১০ জনের বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানায় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, আটকৃতরা রাজ্য এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্যে বড় পরিকল্পনায় সহযোগিতা করছিলেন।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরদুই প্রাক্তন ছাত্র – আবদুল্লাহ আরসালান (২৫) এবং মাজ বিন তারিককে(২৬) গত নভেম্বরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আরেক প্রাক্তন ছাত্র ওয়াজিহুদিনকেও দুদিন পর ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হয়।
ওই বছরের ১১ নভেম্বর গ্রেফতার করা হয় রাকিব ইমাম (29), এএমইউ থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতক মোহাম্মদ নোমান (২৭), কলা স্নাতক নাভেদ সিদ্দিকী (২৩), বিএসসি পড়ুয়া মোহাম্মদ নাজিমকে (৩৩)।
রাকিবকে আলিগড়ে থেকে গ্রেপ্তার করা হলেও নোমান, নাজিম এবং নাভেদকে সম্বল জেলায় তাদের নিজ শহর থেকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ ৮ জানুয়ারি আরো দুজনকে গ্রেফতার করা হয়।
ইউপি এটিএসের অভিযোগ, অভিযুক্তরা এএমইউতে একটি আইএসআইএস মডিউল তৈরি করছিল। তারা এজন্যে অন্যদের নিয়োগও দিচ্ছিল। গ্রেফতারকৃতদের থেকে “ISIS” এবং “AQIS” এর “মুদ্রিত সাহিত্য” এবং ISIS প্রচার সহ একটি পেনড্রাইভ উদ্ধার করেছে।
তারা “হিংসাত্মক জিহাদের” মাধ্যমে সরকার উৎখাত করার ও “শরিয়া আইন” আরোপের পরিকল্পনা করছিল বলে জানায় এটিএস।