রাম মন্দিরের উদ্বোধন : আইআইটি বম্বেতে শ্রীরাম দরবার শোভা যাত্রা

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ক্যাম্পাসে “শ্রীরাম দরবার শোভা যাত্রা” নামে মিছিলের অনুমতি আইআইটি বম্বে প্রশাসন।
ইতিমধ্যেই ক্যাম্পাসে ওই শোভাযাত্রা সংশ্লিষ্ট পোস্টার টাঙানো হয়েছে। এছাড়াও ২০ জানুয়ারী ক্যাম্পাসের আইডিসি অডিটোরিয়ামে “রামধুন” শিরোনামে সঙ্গীত অনুষ্ঠান হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেল, আইআইটি বোম্বে। এক বিবৃতিতে তারা জানায়, প্রতিষ্ঠানটি হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তির সাথে কাজ করছে। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার প্রতি তাদের প্রতিশ্রুতির সাথে আপস করছে।
ক্যাম্পাসে ছাত্রদের স্বাধীন কার্যকলাপে ডানপন্থী রাজনৈতিক শক্তির কাছে প্রতিষ্ঠানটি বশ্যতা স্বীকার করে বলে অভিযোগ করেছে তারা।

জানা গেছে, আইআইটি বোম্বের পরিচালক শুভাশিস চৌধুরী ২২ জানুয়ারি একটি গোশালা (গরু আশ্রয়) উদ্বোধন করবেন।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হবে। মন্দিরটি যেখানে দাড়িয়ে আছে সেখানে আগে বাবরি মসজিদ ছিল যেটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ভেঙ্গে ফেলে।

Latest articles

Related articles