বিলকিস বানু ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামিরা পুলিশি নজরদারিতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1
২০০২ সালে গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে ধর্ষণ ও তার পরিবারের সাত সদস্যকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত সকল আসামি পুলিশি নজরে আছে বলে জানিয়েছে গুজরাটের দাহোদ জেলা পুলিশ।
ভারতজুড়ে আলোচিত ওই ঘটনায় অভিযুক্ত ১১ জনকে কারাদন্ড দেয় আদালত। পরে তাদের কারামুক্তি দেওয়া হলেও সুপ্রীম কোর্ট গুজরাট সরকারের সেই আদেশ বাতিল করে অবিলম্বে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। তারা আত্মসমর্পণ না করে আদালতের কাছে সময় প্রার্থনা করে।
বিচারপতি বি ভি নাগারথনা এবং উজ্জল ভূয়ানের একটি বেঞ্চ জানায় তারা যেসব কারণ দেখিয়ে আত্মসমর্পণে সময় প্রার্থনা করছে সেগুলো বিবেচ্য নয়।
আসামিরা স্বাস্থ্য সমস্যা, অস্ত্রোপচার, পরিবারে বিয়ে এবং ফসল কাটার মতো কারণ উল্লেখ করে আদালতের কাছে আত্মসমর্পণে সময় প্রার্থনা করেছিলেন।
লিমখেদা বিভাগের সহকারী পুলিশ সুপার বিশাখা জৈন জানান. “যখন সুপ্রীম কোর্ট রায় দিয়েছে তখন থেকেই তারা পুলিশি নজরদারিতে আছে। আমরা সেই দিনই তাদের সকলের সাথে যোগাযোগ করেছিলাম। তারা জানত তাদের আত্মসমর্পণ করতে হবে। তারা স্বেচ্ছায় তাদের অবস্থান সম্পর্কে  জানাতে থানায় এসেছিল। এটা সত্য নয় যে তারা নিখোঁজ হয়েছে,”

এ বছরের ৪ জানুয়ারি জানুয়ারী সুপ্রিম কোর্ট ২০২২ সালের স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত আসামিদেরকে ২১ জানুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর