বাংলাদেশ সীমান্তের মত মায়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার গুয়াহাটিতে অসম পুলিশ কম্যান্ডোদের এক অনুষ্ঠানে তিনি বলেন, মায়ানমার থেকে বিনা বাধায় ভারতে আসা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হবে।।
মায়ানমারে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাদের সংঘর্ষ চলছে। এ অবস্থায় প্রচুর মানুষ মায়ানমার থেকে ভারতে প্রবেশ করছে। সে প্রসঙ্গে তিনি বলেন “মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশ সীমান্তের মতোই সুরক্ষিত করা হবে।
বর্তমানে ভারত ও মায়ানমারের মধ্যে ফ্রি মুভমেন্ট রিজাইম (FMR) অর্থাৎ সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত চলমান আছে। সীমান্তের দুপারের বাসিন্দারা চাইলেন এদেশ থেকে ওদেশে যাতায়াত করতে পারেন ভিসা ছাড়াই।
এ বিষয়ে অমিত শাহ বলেছেন, “আমি অসমের বন্ধুদের বলছি, নরেন্দ্র মোদী সরকার মায়ানমারের সঙ্গে খোলা সীমান্তে বেড়া দিয়ে চায়, যেমনটা রয়েছে বাংলাদেশ সীমান্তে। মায়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রিজাইম নিয়েও বিবেচনা করা হবে। তবে মুক্তভাবে ভারতে ঢোকা শীঘ্রই বন্ধ হবে।”
প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে ভারতের। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে রয়েছে এই সীমান্ত।