আসামে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় মানুষের অংশগ্রহণ রোধ করতে না পেরে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।
রবিবার আসামের শনিতপুর জেলায় পদযাত্রা চলাকালীন বিজেপি সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে স্লোগান দেওয়ার সময় রাহুল গাড়ি থেকে নেমে যান। তিনি গাড়ি থেকে নামার পরে বিজেপির সমর্থকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

শনিতপুর জেলায় আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

তার উপর হামলার অভিযোগটির সত্যতা স্বীকার করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন  শনিতপুর পুলিশ সুপার সুশান্ত বিশ্বশর্মা।
কংগ্রেসের অভিযোগ, জাতীয় স্তরে দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশের গাড়িও ভাঙচুর করা হয়েছে শনিতপুর জেলায়।
এদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু রাহুল গান্ধী সম্প্রদায়কে উসকে দেওয়ার চেষ্টা করছেন। আমরা অশান্তি দেখলে সেখানে প্রচুর পরিমাণে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করব।’

Latest articles

Related articles