গত বছরের মে থেকে মণিপুরে জাতিগত উত্তেজনায় ১৮০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে। মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির বিরোধিতা করতে পার্বত্য জেলাগুলিতে আয়োজিত একটি ‘উপজাতি সংহতি মার্চ’-এর পরে ৩ মে সহিংসতা ছড়িয়ে পড়ে।
মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মেইতি যারা ইম্ফল উপত্যকায় বাস করে। নাগা এবং কুকিদের অন্তর্ভুক্ত উপজাতীয়রা ৪০ শতাংশ। তারা পার্বত্য জেলাগুলিতে বসবাস করে।