ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ আন্তর্জাতিক আদালতের

গাজায় গণহত্যা ঠেকাতে সবরকমের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইন্টান্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
গণহত্যার অভিযোগে ইন্টান্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় এ রায় দেয় আদালত।
রায়ে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ক্রিয়াকলাপ প্রতিরোধ ও বেসামরিকদের সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। ওই আবেদনে যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল।

ইসরায়েলকে অবশ্যই তার সেনাদের গণহত্যা থেকে বিরত রাখতে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে এবং মানবিক পরিস্থিতি ভালো করার জন্য পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে আইসিজের বিচারকেরা।

এদিকে দক্ষিণ আফ্রিকার অভিযোগকে মিথ্যা ও চরমভাবে বিকৃত বলে অভিযোগ করেছে ইসরায়েল।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রলেছেন, এই রায় ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে ও গাজায় তাদের অপরাধ উন্মোচনে অবদান রাখবে। আমরা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দখলদারিত্বকে  চাপে রাখার আহ্বান জানাই।
উলেখ্য ৭ অক্টোবর থেকে ইসরায়েল-গাজা সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি।

Latest articles

Related articles