পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মন্দির নির্মাণে ১০ কোটি টাকা দিল পাক সরকার

এনবিটিভি ডেস্ক: পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ। সংখ্যালঘু হলেও এই শহরে বহু হিন্দুর বাস। কিন্তু এই শহর ঢুঁ মারলে একটিও মন্দির খুঁজে পাওয়া যাবে না। তাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হয় নিজের বাড়িতে বা পাকিস্তানের অন্য কোনও শহরে যেতে হত ইসলামাবাদের হিন্দুদের। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। প্রায় ১০ কোটি টাকা খরচ করে একটি মন্দির নির্মাণ শুরু হল।

পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী পির নুরুল হক কাদরি জানিয়েছেন, এই মন্দির নির্মাণে ১০ কোটি টাকা খরচ করবে পাকিস্তান সরকার। তবে শুধু মন্দিরই নয়, এখানেই তৈরি হবে একটি শ্মশানঘাটও। কারণ এই শহরে কোনও শ্মশানও ছিল না। ফলে কোনও হিন্দুর মৃত্যু হলে তাঁকে শহরের দূরে একস্থানে নিয়ে যেতে হত।

জানা গিয়েছে, ইসলামাবাদের এইচ-৯ সেক্টরেই প্রায় ২০ হাজার বর্গফুট এলাকায় তৈরি হচ্ছে নতুন এই মন্দির। ইসলামাবাদ হিন্দু পঞ্চায়েত সমিতি জানিয়েছে, এটি হবে শ্রীকৃষ্ণ মন্দির। তবে অন্যান্য দেবদেবীর মূর্তিও থাকবে এই মন্দিরে। পাকিস্তানের মানবাধিকার সম্পর্কিত সংসদীয় কমিটির সচিব লালচাঁদ মালহি রথের দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

Latest articles

Related articles