কেজরিওয়ালের বাড়িতে পুলিশ

আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের অর্থের বিনিময়ে কিনে নিতে চেয়েছিল বিজেপি এই অভিযোগ করেছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সেই অভিযোগ সম্পর্কিত নোটিশ দিতে  (৩ ফেব্রুয়ারি) কেওরিওয়ালের বাড়িতে গেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল।

দলটি আগের দিনও কেজরিওয়াল এবং দিল্লীর মন্ত্রী অতীশির বাড়িতে নোটিশ দিতে গেলে কেজরিওয়ালের বাড়ির কর্মকর্তারা নোটিশ নিতে অস্বীকৃতি জানান। এ সময় অতীশি বাড়িতে ছিলেন না।

দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা এ ব্যাপারে বলেন, আমরা বলেছিলাম কেজরিওয়াল মিথ্যা অভিযোগ করছেন। কেজরিওয়ালের মিথ্যার পিছনের সত্য এখন উন্মোচিত হতে চলেছে। তিনি মিথ্যা বলে তদন্ত থেকে পালিয়ে যেতে পারবেন না৷

Latest articles

Related articles