আসন্ন লোকসভা ভোটের জন্যে শুক্রবার তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, ছত্তিশগড়, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম রাজ্যের ৩৯টি কেন্দ্রের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।
এদের মধ্যে রাহুল গান্ধী লড়বেন ২০১৯ সালে তার জেতা আসন কেরালার ওয়েনাড় থেকে।
৩৬ জন প্রার্থীর মধ্যে কেরালার ১৫ জন, কর্ণাটকের ও ছত্তিশগড়ের৬ জন, তেলেঙ্গানার ৪ জনসহ মেঘালয় থেকে ২ জন এবং নাগাল্যান্ড ও সিকিম থেকে একজনের নাম ঘোষণা করা হয়েছে।
এ তালিকায় রয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের সিনিয়র নেতা কেসি ভেনুগোপাল, শশী থারুর এবং জ্যোৎস্না মহন্ত।
এর আগে বৃহস্পতিবার বৈঠকে বসে কংগ্রেসের নির্বাচন কমিটি। তারপরই এই প্রার্থী তালিকা ঘোষণা করা হলো।
এই তালিকায় বাংলায় কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস।