রোজায় মসজিদে ইফতারে নিষেধাজ্ঞা সৌদি সরকারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

সৌদি আরব

পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার করা যাবে না এমনই নির্দেশনা জারি করেছে সৌদি আরবের রাজ প্রশাসন। মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির ইসলামিক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মসজিদের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বেগের জন্য ইফতার প্রকল্পগুলো চালানো উচিত নয়।ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদের আঙ্গিনায় ইফতারের জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া উচিত। তবে এর জন্য কোনো অস্থায়ী কক্ষ বা তাঁবু তৈরি করা উচিত নয়।

নিষেধাজ্ঞার পাশাপাশি, মসজিদ চত্বরে ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিও নিরুৎসাহিত করা হয়েছে এবং অনলাইন মিডিয়াসহ যেকোনো মিডিয়ায় এসব সম্প্রচার করতে মানা করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর