মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে আদর্শ নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে বলেন,  রোববার অন্ধ্র প্রদেশেরনির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে চেপে যোগ দিয়েছেন। এটি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

চিঠিতে বলা হয়, সেই জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তেলুগু দেশম পার্টির নেতা সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেই বিষয়টিই নির্বাচন কমিশনকে মনে করিয় দিল তৃণমূল কংগ্রেস।

এদিকে নির্বাচন কমিশন উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারসহ ছয়টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব পরিবর্তন করেছে। বদলি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহাপরিচালককে।

Latest articles

Related articles