বেঙ্গালুরুর অবকাঠামো সংকট ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ মোদীর

বেঙ্গালুরুর অবকাঠামোগত সংকটের জন্য কংগ্রেসের অব্যবস্থাপনাকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ব্যাঙ্গালোরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পানি সংকটের কথা উল্লেখ করে মোদী বলেন ‘কর্ণাটকের কংগ্রেস সরকার প্রযুক্তির শহরকে একটি ট্যাংকার শহরে পরিণত করেছে। শহরটিকে ট্যাংকার মাফিয়াদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। কংগ্রেস বেসরকারি খাত বিরোধী, ট্যাক্স প্রদানকারী বিরোধী এবং সম্পদ সৃষ্টিকারী বিরোধী। বিরোধী ইন্ডিয়া জোটের লক্ষ্য মোদির দিকে। কিন্তু আমার নজর ভারতের উন্নয়ন ও বৈশ্বিক ভাবমূর্তির দিকে।’

লোকসভা নির্বাচনে দক্ষিণ ও মধ্য বেঙ্গালুরু আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন বর্তমান এমপি তেজস্বী সূর্য ও পিসি মোহন। আর উত্তর বেঙ্গালুরুর প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে।

এর আগে গত মাসে কালাবুরাগি ও শিবমোগায় মেগা সমাবেশ করেছিলেন মোদি। ১৪ এপ্রিল তিনি মাইসুরুতে একটি সমাবেশে বক্তৃতা করেছেন।

এবার কর্ণাটকে ভোট হবে দুই দফায়। প্রথমটি ২৬ এপ্রিল ও দ্বিতীয়টি ৭ মে৷

Latest articles

Related articles