ফিলিস্তিনের পতাকায় লাথি দিতেই বিস্ফোরণ, ইসরায়েলি আহত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1

অধিকৃত পশ্চিম তীরের মালাচেই হাশালোম চৌকির কাছে ফিলিস্তিনি পতাকায় লাথি দিয়ে গুরুতর আহত হলেন এক ইসরাইলি।

পতাকার সঙ্গে যুক্ত বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, পশ্চিম তীরে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি। সেখানে উড়তে থাকা পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন ওই ব্যক্তি।

ইসরাইলি নাগরিকের এই কর্মকান্ডের সমালোচনা করছেন নেটিজেনরা।

উল্লেখ্য,  গত ৭ অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চায়লায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর ইসরাইল হামলা শুরু করলে  এ পর্যন্ত গাজায় অন্তত ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭৭ হাজার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর