লোকসভা নির্বাচনে মনিপুরের ১১ ভোটকেন্দ্রে সহিংসতা ও ভোটিং মেশিন ভাঙচুরের কারণে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ।
এই কেন্দ্রগুলোতে সোমবার (২২ এপ্রিল) আবারও ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন মনিপুরের প্রধান নির্বাচন কর্মকর্তা।
এর আগে শনিবার নির্বাচন কমিশন জানায়, ১১ ভোটকেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে অন্তত ৪৭টি কেন্দ্রে ভোট বাতিল ও আবারও ভোট গ্রুহণের দাবি করেছে কংগ্রেস। তাদের অভিযোগ এসব কেন্দ্রে ভোটিং বুথ দখল করে কারচুপি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার থেকে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। ১ জুন পর্যন্ত এই নির্বাচন চলবে।
গত এক বছরেরও বেশি সময় ধরে মনিপুরে জাতিগত সংঘর্ষে অন্তত ২২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।