সাধু-সন্ন্যাসীর সমালোচনা করে বক্তব্য দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে এবং পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন সাধু-সন্ন্যাসীরা।
শুক্রবার বিকেলে কলকাতায় হাজার সাধু-সন্ন্যাসী স্বাভিমান যাত্রা’ নামে ওই মিছিলে যোগ দেন। শাঁখ বাজিয়ে জপমালা তপে, করতাল ও ডুগডুগি বাজিয়ে খালি পায়ে মিছিলে পা মেলান তাঁরা।
তারাঁ বলেন, তারা রাজনীতি ও প্রচারের সাথে যুক্ত নন। তবুও তাদের সমালোচনা করা হয়েছে। এতে তারা ক্ষুদ্ধ হয়েছেন। মমতার উচিত হবে ক্ষমা চাওয়া। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া।
মিছিলটি বাগবাজারের স্বামী বিবেকানন্দের শিষ্য সিস্টার নিবেদিতার বাসভবন থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের মানিকতলার বাসভবনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী কার্তিক মহারাজও।