ট্যাংকসহ নদীতে ডুবে ৫ সেনার মৃত্যু

নদী পারাপার অনুশীলন চলার সময় ট্যাংকসহ ভেসে গিয়ে সেনাবাহিনীর পাঁচ সেনার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে চীনের সীমান্তবর্তী লেহর দৌলত বেগ ওল্ডির প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে

লাদাখের স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) আছেন।

জানা যায়, নিহত সেনারা নিয়মিত প্রশিক্ষণে ছিল। লেহ থেকে ১৪৮ কিলোমিটার উত্তরপূর্বে মন্দির মোড়ের কাছে তাদের টি-৭২ ট্যাংকে করে বোধি নদী পার হওয়ার সময় হঠাৎ করে পানি বাড়তে শুরু করে। এরপর দ্রুতই ফুলে ফেঁপে ওঠা নদীতে সেনাসহ ট্যাংকটি ডুবে যায়।

উদ্ধার অভিযান শুরু করে পাঁচ সেনার মৃতদেহ উদ্ধার হয়।

সেনা নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ করা এক পোস্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন।

Latest articles

Related articles