সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির বাসভবনের বাইরে হট্টোগোল এবং কালো রঙ ছিটিয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাংসদ ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৫০৬, ১৫৩ এ এবং ১৪৭ ধারার অধীনে মামলা করেছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশের আধিকারিকরা।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।