‘এগুলো দেখার দায়িত্ব রাজ্যপালের নয়, ফালতু জিনিস’ কটাক্ষ অধীরের

সিভি আনন্দ বোস এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী । ন্যায় সংহিতা নিয়েও কেন্দ্রের বিরোধীতা করলেন অধীর।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘এটা ভীষণ শকিং এটা দেখে যে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। জনগনের টাকা দান খয়রাতিতে চলে যাচ্ছে। সেকারণে একজন দায়িত্বশীল রাজ্যপাল হিসাবে ভারতের সংবিধানের ১৬৭ ধারা অনুসারে আমার উপর ক্ষমতা অর্পণ করা হয়েছে তার মাধ্য়মে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য জরুরী ভিত্তিতে মন্ত্রিসভার মিটিং ডাকার জন্য বলেছি ও রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছি’

তার এই মন্তব্যকেই রাজ্যপালের এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অধীর। রাজ্যপাল পশ্চিমবঙ্গেই কেন আর্থিক জরুরী অবস্থা জারি করতে চান সেই প্রশ্নও তুলেছেন তিনি। হঠাৎ রাজ্যপালের মনে হলেই আর্থিক জরুরী অবস্থা জারির কথা বলার এখতিয়ার রাজ্যপালের নেই বলেই মনে করেন অধীর।

Latest articles

Related articles