সরস্বতীর মূর্তি ভেঙে হাতেনাতে ধরা পড়ল চাপড়ার কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ, দেবাশীষ ঘোষ, মানিক ঘোষ এবং পিন্টু ঘোষ। আরও আশ্চর্যের বিষয় দেবাশীষ ঘোষ গাছা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। “একবার ভাবুন! সরকারি প্রাথমিক স্কুলের একজন শিক্ষকের মাথায় যদি এসব সাম্প্রদায়িক উস্কানিমুলক ভাবনা বাসা বাঁধে তাহলে সমাজটা কোথায় যাবে ” এমন মন্তব্য করেছেন সমাজকর্মী অপর্ণা চ্যাটার্জী । তিনি আরও বলেন বাংলায় ক্ষমতায় আসতে গেলে দাঙ্গা বাঁধানো ছাড়া পথ নেই ভেবেই বিজেপি তাদের দলের লোকেদের দিয়ে এসব সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্টের কাজে নেমেছে । এসবের পেছনে আরএসএস এর সুদূরপ্রসারী পরিকল্পনা থাকতে পারে বলেও তিনি মনে করছেন। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে ধর্মীয় জিগির তুলে দাঙ্গার পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এলাকাবাসীরা। ধরা পড়েছে বেলডাঙ্গা কাণ্ডে সায়ন হালদার নামে এক যুবক। অধ্যাপক মোহাম্মদ ইসমাইল বলেন “এভাবেই বাংলায় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে, এটা পরিস্কার। এটা বুঝতে না পারলে আপামর বাঙালিদেরই ভুগতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসতে হবে, সমস্তরকম বিভেদকামী শক্তিকে ঠেকাতে হবে।”
Popular Categories