Saturday, February 22, 2025
25 C
Kolkata

মালদা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন : বিষাক্ত ধোঁয়ার দাপটে হুড়োহুড়ি রোগীদের

মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বায়োমেডিক্যাল ওয়েস্ট রুম থেকে আগুনের লেলিহান শিখা হাসপাতালের সবগুলো ওয়ার্ডকে গ্রাস করে ফেলে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কবলে চলে যায় ওয়ার্ডগুলি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কালো ধোঁয়া দেখামাত্র তারা ছুটে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করে। এই ঘটনা, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স এবং ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকদেরও আতঙ্কিত করে তোলে।

বিষাক্ত কালো ধোঁয়া ঘটনাস্থলে উপস্থিত রোগী সহ চিকিৎসকদের ফুসফুসে যাওয়া মাত্রই, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে থাকে। কোনরকমে হাসপাতালে উপস্থিত সমস্ত মানুষকে বের করে আনার চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দা এবং হাসপাতাল কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টায় পরিস্থিতিকে সাময়িক ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর দমকল ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, হাসপাতাল ভবনের পেছনে ওয়েস্ট রুম থাকার কারণে, বিষাক্ত কালো ধোঁয়া খুব সহজে ওয়ার্ডে ঢুকে যায়। কর্তৃপক্ষ আআরও অনুমান করেছে, বিড়ি সিগারেট জাতীয় কোন বস্তু ওয়েস্ট রুমে ফেলার কারণে এই আগুন লাগতে পারে। অপরদিকে হাসপাতলে চিকিৎসাধীন রোগীরা তোপ দেগেছে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। তাদের দাবি হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা এই আগুন লাগার পেছনে দায়ী।

ঘটনা প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কোন বিবৃতি পাওয়া যায়নি। এর আগেও পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি হাসপাতালে অনুন্নত পরিকাঠামোর অভিযোগ উঠেছে। প্রত্যেকটি হাসপাতালে জরুরীকালীন পরিষেবা থাকা একান্ত প্রয়োজন। তবে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে জরুরি এমার্জেন্সি এক্সিট নিয়েও। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরিসেবা পুরোপুরি বিধ্বস্ত বলে মনে করছে সাধারণ মানুষ। দিনের শেষে কি হবে বাংলার মা, মাটি, মানুষের পরিণতি? স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি গাফিলতিতে কি অকালে প্রাণ হারাবে বাংলার সাধারণ মানুষ? নানান মহলে উঠছে প্রশ্ন।

Hot this week

এবার বিদেশে পারি দিচ্ছে  মালদার কালিয়াচকের কৃতি ছাত্র ড.শেখ সামিম আখতার

সমাজকে ও শিক্ষা জগতকে আরও একবার দেখালো আলোর দিশা...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

শুভেন্দুর নামে সমকামীতার বিস্ফোরক অভিযোগ প্রাক্তন অনুগামীর

প্রেম মানে না কোন বয়স। প্রেম মানে না কোন...

লক্ষাধিক টাকার বিনিময়ে ৪০ টি পুরস্কার ক্রয়ের অভিযোগ সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ সরকার, সরকারি দপ্তর থেকে শুরু করে সরকারি প্রকল্প...

কর্মরত নার্স, ডাক্তার, এবং পুলিশ কর্মীকে মারধর করে গ্রেপ্তার ওসি

"হিসেবটা ঠিক মিলছে না রে তোপসে"। হেডিং পড়া মাত্রই...

Topics

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

লক্ষাধিক টাকার বিনিময়ে ৪০ টি পুরস্কার ক্রয়ের অভিযোগ সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ সরকার, সরকারি দপ্তর থেকে শুরু করে সরকারি প্রকল্প...

কর্মরত নার্স, ডাক্তার, এবং পুলিশ কর্মীকে মারধর করে গ্রেপ্তার ওসি

"হিসেবটা ঠিক মিলছে না রে তোপসে"। হেডিং পড়া মাত্রই...

Related Articles

Popular Categories