বসিরহাটের পিফায় খাদ্যের দাবিতে ফের রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আক্রান্ত কয়েকজন মহিলা
এনবিটিভি ডেক্স : বসিরহাট-১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসিরহাট ন্যাজাট রোড অবরোধ করে খাদ্যের দাবিতে ফের রাস্তা অবরোধ শুরু হয় সোমবার সকাল থেকে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ।অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের আবেদন নাকচ করে অনড় অভূক্ত গ্রামবাসীরা অবরোধ চালিয়ে যেতে থাকে।অভিযোগ,রেশনে চালটুকু শুধু মাত্র পাচ্ছি।তা যথেষ্ট নয়। সরকারি ত্রান নিয়ে দলবাজি চলছে।পঞ্চায়েতের মেম্বারদের বারবার বলা সত্ত্বেও আমাদের দিকে ফিরে তাকায় না।এদিন অবরোধের নেতৃত্ব দিতে অবশ্য দেখা যায় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীদের।তারাই সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছে গরীব মানুষ তাদের প্রয়োজনীয় খাবারটুকু পাচ্ছে না।তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকেই তাদের মূলত অভিযোগ।যদিও এই অভিযোগের পাল্টা কোন প্রতিক্রিয়া প্রধান উপপ্রধানের কাছ থেকে পাওয়া যায় নি। বসিরহাট-১নং ব্লকের বিডিও তাপস কুমার কুন্ডু অবশ্য এদিন বলেন১০কুইন্টাল চাল দেওয়া হয়েছে পিফা গ্রাম পঞ্চায়েতকে।তাছাড়া রেশন থেকে সবাই নির্ধারিত খাদ্য সামগ্রী পাচ্ছেন।যাদের রেশন কার্ড নেই এমন গরীব মানুষ কুপনের মাধ্যমে চাল, আটা ইত্যাদি পাচ্ছেন।মিড ডে মিল,আই সি ডি এসের মাধ্যমে আজ থেকে সরকার নির্ধারিত খাদ্যসামগ্রী দেওয়া শেষ হবে।তথাপি কেন মানুষ খাদ্যের দাবিতে রাস্তায় এসে থালা নিয়ে বসে পড়ছে তা খতিয়ে দেখা হবে।এদিকে রাস্তা অবরোধের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়া যানবাহন সব আটকে পড়ে।পুলিশ অবরোধ কারীদের বারবার বলা সত্ত্বেও যখন অবরোধ তুলতে তারা রাজি না হয় তখন শুরু হয় পুলিশের লাঠিচার্জ।
অভিযোগ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দিয়ে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালায় পুলিশ।স্থানীয় তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় শীল,বিজেপি নেতা বিপ্রদাস সরকার সহ৫-৬জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।নিরন্ন মানুষের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে। অভিযোগ উঠছে সরকার ভাত দিতে পারে না শুধু কিল মারার গোঁসাই।