Friday, April 4, 2025
28 C
Kolkata

ইসলাম বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম, ২০৬০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৩০০ কোটি ছাড়াবে: পিউ রিসার্চ

বিশ্বে ইসলাম ধর্মের প্রভাব দ্রুত বাড়ছে। বিভিন্ন গবেষণায় অনুমান করা হয়েছে, ২০৬০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০০ কোটির গণ্ডি অতিক্রম করবে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন প্রতিবেদনে বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে।
ইসলামে ধর্মত্যাগের হার সবচেয়ে কম।

পিউ রিসার্চের গবেষণা অনুযায়ী, প্রধান বিশ্ব ধর্মগুলোর মধ্যে ইসলামে ধর্মত্যাগের হার সবচেয়ে কম। ১৩টি দেশে পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে খুব কম সংখ্যকই ধর্ম ত্যাগ করেছেন বা এখনও কোনো না কোনোভাবে ইসলামের সঙ্গে যুক্ত রয়েছেন। খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু ধর্মের তুলনায় এই সংখ্যা অনেক কম। যে সামান্য সংখ্যক মানুষ ইসলাম ছেড়েছেন, তারা হয় কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন (নাস্তিক বা অজ্ঞেয়বাদী), অথবা খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছেন।

কোন ধর্ম থেকে ইসলামে সবচেয়ে বেশি রূপান্তর?
সমীক্ষা অনুসারে, যুক্তরাষ্ট্র এবং কেনিয়ায় সবচেয়ে বেশি মানুষ তাদের জন্মগত ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ এবং কেনিয়ার ১১ শতাংশ মুসলিম জানিয়েছেন, তারা আগে অন্য ধর্মে ছিলেন বা কোনো ধর্ম পালন করতেন না। উল্লেখযোগ্যভাবে, এই দুই দেশেই মুসলিমরা সংখ্যালঘু—যুক্তরাষ্ট্রে ১ শতাংশ এবং কেনিয়ায় ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক নিজেদের মুসলিম বলে পরিচয় দেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামে রূপান্তরিতদের বেশিরভাগই আগে খ্রিস্টান ছিলেন।

ধর্মান্তর জনসংখ্যার পরিবর্তনঘটিয়েছে কি?
১৩টি দেশের সমীক্ষায় দেখা গেছে, মাত্র ৩ শতাংশেরও কম প্রাপ্তবয়স্ক ধর্ম ত্যাগ করেছেন বা ইসলামে যোগ দিয়েছেন। এটি স্পষ্ট করে যে ধর্মান্তর এই অঞ্চলগুলোর ধর্মীয় জনসংখ্যার উপর বড় কোনো প্রভাব ফেলেনি। ইন্দোনেশিয়ায়, যারা মুসলিম হিসেবে বড় হয়েছেন এবং এখনও মুসলিম বলে পরিচয় দেন, তাদের হার ৯৩ শতাংশ—অর্থাৎ ধর্মান্তরিত এবং জন্মগত মুসলিমদের সংখ্যায় কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। এখানে ১ শতাংশেরও কম মানুষ ইসলাম ত্যাগ বা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

কত শতাংশ মানুষ মুসলিম পরিবারে বড় হয়েছেন?
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুসলিম পরিবারে বড় হওয়া বেশিরভাগ মানুষ প্রাপ্তবয়স্ক হয়েও ইসলামের সঙ্গে যুক্ত থাকেন। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলোতে ধর্মান্তরের হারে তেমন পার্থক্য দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে, যেখানে ইসলামের ধরে রাখার হার সবচেয়ে কম, সেখানেও মুসলিম পরিবারে বড় হওয়া তিন-চতুর্থাংশ মানুষ নিজেদের মুসলিম বলে পরিচয় দেন। বাকি দেশগুলোতে এই হার ৯০ শতাংশের বেশি।

কোন ধর্মে সবচেয়ে বেশি প্রাক্তন মুসলিম?
বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশ প্রাক্তন মুসলিম এখন কোনো ধর্ম পালন করেন না, আর ৬ শতাংশ খ্রিস্টান হয়েছেন। একইভাবে, কেনিয়ায় ৮ শতাংশ এবং ঘানায় ৬ শতাংশ প্রাক্তন মুসলিম খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইসরায়েল, তিউনিসিয়া এবং তুরস্কে সমীক্ষিত মুসলিমদের অধিকাংশই জন্ম থেকে ইসলামের অনুসারী।

হিন্দুদের অবস্থা কী?
গবেষণায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র—এই চারটি দেশ থেকে হিন্দু ধর্মের জনসংখ্যা পরিবর্তনের পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, হিন্দু জনসংখ্যায় বড় কোনো পরিবর্তন হয়নি। ভারত ও বাংলাদেশে প্রায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক, যারা হিন্দু হিসেবে বড় হয়েছেন, তারা এখনও হিন্দু বলে পরিচয় দেন। শ্রীলঙ্কায় ১০ জনের মধ্যে ৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১০ জনের মধ্যে ৮ জন হিন্দু পরিচয় ধরে রেখেছেন।
কতজন হিন্দু ধর্ম ত্যাগ করেছেন?
চারটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে (১৮%) এবং শ্রীলঙ্কায় (১১%) সবচেয়ে বেশি মানুষ হিন্দু ধর্ম ছেড়েছেন। শ্রীলঙ্কায় এদের বেশিরভাগ খ্রিস্টান হয়েছেন, আর যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ এখন নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে পরিচয় দেন।

এই প্রতিবেদন বিশ্বের ধর্মীয় গতিশীলতার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা ভবিষ্যতের জনসংখ্যা গঠনের পূর্বাভাস দিতে সহায়ক।

Hot this week

বাতিল হলো ২৬ হাজার চাকরি, দুর্নীতির চাপে পড়ল এসএসসি নিয়োগ

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম...

মাঝ রাতে লোকসভায় পাশ হল বিতর্কীত ওয়াকফ (সংশোধনী) বিল: মুসলিম অধিকারের উপর আঘাত

সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল সম্প্রতি অনুমোদিত হয়েছে।...

Topics

বাতিল হলো ২৬ হাজার চাকরি, দুর্নীতির চাপে পড়ল এসএসসি নিয়োগ

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম...

মাঝ রাতে লোকসভায় পাশ হল বিতর্কীত ওয়াকফ (সংশোধনী) বিল: মুসলিম অধিকারের উপর আঘাত

সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল সম্প্রতি অনুমোদিত হয়েছে।...

পাতৌদি ট্রফি অবসান ?শোকার্ত শর্মিলা ঠাকুর

১৯৬৮ সালে ভারতের সিনেমা জগতের প্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর...

Related Articles

Popular Categories