
মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ ধুলিয়ান, বেতবোনা ও জাফরাবাদে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ও রাজ্যপাল। মহিলা কমিশনের সামনে অনেকে বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার নয়, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।” তাদের দাবি, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প গড়া হোক। বেতবোনা ও জাফরাবাদেও একই দৃশ্য—মাটিতে শুয়ে কান্না, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন স্থানীয়রা।
মহিলারা আরও জানান তারা নিজের ঘর, টাকা-পয়সা, এমনকি গৃহপালিত পশুও হারিয়েছেন এবং আতঙ্কে রয়েছেন। হামলার পর চার ঘণ্টা ধরে পুলিশে ফোন করেও কেউ আসেনি বলে অভিযোগ।
রাজ্যপালকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভের ছবিও সামনে এসেছে। রাজ্য সরকার যদি সময়মতো ব্যবস্থা নিত তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের দেরি এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠেতে দেখা গেছে বারবার।