
আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইজি পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ভারতীয় রেলের ইন্সপেক্টর জেনারেল (আইজি) হিসেবে দায়িত্বে ছিলেন। হুদা, ১৯৯৫ সালের ব্যাচের এক সৎ ও সম্মানিত পুলিশ কর্তা। তিনি বিহারের সীতামারহির বাসিন্দা।
দীর্ঘ ২৮ বছর ধরে ধানবাদ, আসানসোল ও দিল্লির মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ বিভাগের নানা পদে কাজ করেছেন তিনি। নকশাল দমন, রেল নিরাপত্তা এবং অপরাধ দমনে তার অবদান ছিল চোখে পড়ার মতো এবং কাজের স্বীকৃতি হিসেবে তিনি দু’বার বিশিষ্ট সেবা পদক এবং ডিরেক্টর জেনারেল চক্রে সম্মানিত হন বলে জানা যায়।
বুধবার তিনি যোগ দেন বিকাশশীল ইনসান পার্টিতে (ভিআইপি), যা মুকেশ সাহনির নেতৃত্বাধীন। ধারণা করা হচ্ছে, মুসলিম সমাজের পক্ষে মুখ হতে এবং নেতৃত্ব দিতে তিনি এই রাজনৈতিক পদক্ষেপ নিলেন।