
সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে পোপের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এক রাজসিক সিংহাসনে আসীন অবস্থায়। স্বাভাবিকভাবেই, এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়।
এই চিত্রটি কোনও বাস্তব মুহূর্ত নয়—এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মাধ্যমে নির্মিত। কিন্তু এতেই চমক লাগিয়েছে নেটিজেনদের। কারণ এই ছবি ট্রাম্প নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।
ছবির সঙ্গে বিতর্ক আরও বাড়িয়েছে তাঁর মন্তব্য। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, “আপনি কি ভবিষ্যতে পোপ হতে ইচ্ছুক?” উত্তরে ট্রাম্প হেসে বলেন, “হ্যাঁ, আমি পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ হবে।”

এই মন্তব্য ও ছবির ফলে ইন্টারনেটে নেমে আসে ঝড়। কেউ একে রসিকতা হিসেবে নিয়েছেন, কেউ আবার কটাক্ষ করে একে “অসংবেদনশীল” বলেও আখ্যা দিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পোপ ফ্রান্সিস এখনও জীবিত অবস্থায় এমন মন্তব্য কি শোভন? অনেকেই ধারণা করছেন, এতে পোপ ফ্রান্সিসের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
পরে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে, তাঁর মতে পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান—তিনি জানান, “আমার কোনও নির্দিষ্ট পছন্দ নেই।” তবে নিউ ইয়র্কের একজন কার্ডিনালের কথা উল্লেখ করে বলেন, “তিনি খুবই ভালো মানুষ। দেখা যাক ভবিষ্যতে কী ঘটে।”
এই প্রসঙ্গে দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি পোস্ট করেন X (সাবেক টুইটার)-এ। তিনি রসিকতা করে লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পোপ হতে আগ্রহী জেনে আমি রোমাঞ্চিত। যদিও এটি একেবারে অপ্রত্যাশিত প্রার্থী হবে, তবু আমি পোপ নির্বাচনের জন্য দায়ী কনক্লেভ ও বিশ্বাসীদের অনুরোধ করব এই প্রস্তাবটি অন্তত খোলা মনে বিবেচনা করার জন্য। প্রথম মার্কিন প্রেসিডেন্ট-পোপ, ভাবলেই কত দারুণ শোনায়!”
ট্রাম্পের এই পোস্ট এবং মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত ক্যাথলিক চার্চের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, জনমত ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত। কেউ দেখছেন একে নিছকই কৌতুক হিসেবে, কেউ আবার ভাবছেন এটি রাজনৈতিক কৌশল কিংবা স্বনির্মিত জনপ্রিয়তার আরেক রূপ।
যা-ই হোক, এই ঘটনা আবারও প্রমাণ করল—ডোনাল্ড ট্রাম্প নামটি এখনও ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট!