
কলকাতা, ১০ মে ২০২৫:ভারতীয় ক্রিকেট দলের দুটি পর্বের সমাপ্তি যেন একসঙ্গেই ঘনিয়ে এল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত বছরই সাদা বলের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার টেস্ট ক্রিকেট থেকেও ধারাবাহিকভাবে বিদায় নেওয়ার পালা শুরু করেছেন রোহিত। গত ৭ মে আইপিএলের মধ্যেই ইনস্টাগ্রামে টেস্ট ক্যারিয়ার শেষ করার ঘোষণা করেন তিনি । এরপরই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে—রোহিতের পথ ধরেই টেস্ট থেকে অবসর নিতে চাইছেন বিরাট কোহলিও!

৩৮ বছর বয়সী রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ ফর্মের সংকটে ভুগছিলেন। গত অস্ট্রেলিয়া সফরে তার গড় ছিল মাত্র ৬.২০, এবং সিডনি টেস্টে তিনি স্বেচ্ছায় খেলতে অস্বীকৃতি জানান । ২০২৪ সালের ১৪ টেস্টে তার গড় দাঁড়িয়েছিল ২৪.৭৬, যা নির্বাচকদের চাপ তৈরি করেছিল । নির্বাচকমণ্ডলী ইংল্যান্ড সফরের জন্য নতুন অধিনায়ক চেয়েছিলেন, যা রোহিতের অবসরের পথ প্রশস্ত করে । যদিও আনুষ্ঠানিকভাবে রোহিত দাবি করেছেন, “নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেওয়াই লক্ষ্য” ।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফর্মেন্সের পর কোহলি সতীর্থদের সামনে ক্লান্তি ও অবসরের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এখন তিনি বিসিসিআইকে টেস্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা জানিয়েছেন। তবে বোর্ড এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। ইংল্যান্ড সফরের আগে কোহলিকে “পুনর্বিবেচনা” করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে রোহিতের হাতে টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, এবং তার নেতৃত্বে ভারত ২৪ টেস্টে ১২টি জিতেছিল ।

জুনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সফরকে ঘিরে নির্বাচকরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন, যেখানে যুব নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে । রোহিতের অবসরের পর সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা প্রধান দায়িত্ব পেতে পারেন । অন্যদিকে, কোহলির সিদ্ধান্ত চূড়ান্ত হলে ভারতীয় ক্রিকেটে এক স্বর্ণযুগের অবসান ঘটবে।

রোহিত শর্মা টেস্টে ৬৭ ম্যাচে ৪,০৩১ রান করেছেন ১২টি সেঞ্চুরি সহ । তার বিদায়ে যেমন সমর্থকরা মর্মাহত, তেমনই নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন, কোহলি কি বোর্ডের অনুরোধে পিছিয়ে আসবেন, নাকি রোহিতের মতোই নিজের সিদ্ধান্তে অটল থাকবেন? আগামী ইংল্যান্ড সফরই এর উত্তর দেবে।
