
পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বিরতিতে সহমত নয় বিরোধীরা। গত শনিবার সাংবাদিক সম্মেলনে যুদ্ধবিরতির কথা, প্রথম ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে ট্রাম্প এও দাবি করেন, তার নির্দেশ অনুযায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত সরকার। আর ঠিক এখানেই ক্ষোভে ফেটে পড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলি ও ভারতের সাধারণ মানুষের একাংশ।
গত সোমবার রাত আটটা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভাষণ শুরু হওয়ার কয়েক মিনিট আগে শেষ হয় ট্রাম্পের ভাষণ। ট্রাম্পের আগ্রাসনকে নস্যাৎ করা তো দূরের কথা, ট্রাম্প প্রসঙ্গে একটি মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী।

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সিঁদুরের সঙ্গে সওদা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সমস্যা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের মধ্যস্থতা প্রসঙ্গকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে কংগ্রেস। টুইটার অ্যাকাউন্টে (এক্স) একটি ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা পবন খেরা। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায় “ট্রাম্পের কথায় সংঘর্ষবিরতি? কীভাবে? অপারেশন সিঁদুর তাঁর জন্য বন্ধ করেছেন? সিঁদুরের সঙ্গে সওদা করলেন আপনি? এই দেশে সিঁদুরের গুরুত্ব অনেক, ভুলে গেলেন!” ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন।

ঘটনা প্রসঙ্গে মোদি সরকারকে তীব্র বিরোধিতা করতে পিছুপা হয়নি সিপিআইএম। যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে উদ্বেগ জনক বলে মনে করছে সিপিআইএম। সরকারের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন সিপিআইএমের সাধারণ সম্পাদক মারিয়াম আকেলজান্ডার বেবি।
দিনের শেষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতিতে বিদেশী শক্তির প্রভাতকে ভালো চোখে দেখছে না বিরোধীরা।