পলি নির্গমন এবং কর্মী সংকটের মধ্যেও, চেয়ারম্যানের যুদ্ধকালীন তৎপরতায় মিটলো জল সংকট

পলি নির্গমন এবং কর্মী সংকটের মধ্যেও, রানাঘাট পুরসভার চেয়ারম্যানের যুদ্ধকালীন তৎপরতায় মিটলো জল সংকট

মলয় দে নদীয়া :-জল প্রকল্পে জরুরী কাজের জন্য মঙ্গলবার রানাঘাট শহরে বন্ধ পরিশ্রুত জল সরবরাহ।রানাঘাট জল সবরাহের জন্য যুদ্ধ কালীন তৎপরতায় জল প্রকল্পে চলছে পলি সরানোর কাজ।জল প্রকল্পের পলি রাখার জন্য দুটি পুকুরই ভর্তি,তাইজন্য অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল পলি কাটার কাজ।তিনটি মেশিনের সাহায্য হচ্ছে পলি সরানোর কাজ।পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব স্বভাবিক হবে জল সরবরাহ। আজ দুপুরে এক সাক্ষাৎকারে পুরসভার পুরপ্রধান জানান মঙ্গলবার দুপুর থেকেই স্বভাবিক হবে রানাঘাট শহরে জল সরবরাহ।
করোনা নিয়ে রানাঘাটবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিলেন রানাঘাটের পুরপ্রধান। রানাঘাট পুরসভার অন্তর্গত বিভিন্ন কোয়ারান্টাইন সেন্টারে থাকা 9 জনের মধ্যে 7 জন সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজেদের বাড়িতে আছে বলে জানালেন রানাঘাট পুরসভার পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়।তিনি জানান মহারাষ্ট্র থেকে আগত দুজন এখনো রানাঘাট পুরসভার কোয়ারান্টাইন সেন্টার আহেলিতে আছেন।তাঁরাও পুরসভার তত্বাবধানে সুস্থ আছেন।মঙ্গলবার পুরপ্রধান ক্ষোভের সঙ্গে জানান কিছু মানুষ অযথা গুজব ছড়াচ্ছেন,তাঁদের কে এই অতিমারীর সময় সংযত হওয়ার আবেদন জানান শ্রী চট্টোপাধ্যায়।একই সঙ্গে জানান আজ পর্যন্ত রানাঘাটে কোনো করোনা আক্রান্ত নেই।

Latest articles

Related articles