
মুর্শিদাবাদের দাঙ্গার পর তিন সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তকারী দলের রিপোর্ট পেশ করার পর উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। যার উপর ভিত্তি করে বিরোধীরা ক্রমাগত রাজ্যের শাসককে বিদ্ধ করে চলেছে। বিরোধীদের দাবি, তিনি সদস্যের তদন্তকারী সংস্থার পেশ করা রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই দাঙ্গা পূর্ব পরিকল্পিত।
জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্টার যোগিন্দর সিং, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি সার্ভিসের রেজিস্টার সৌগত চক্রবর্তী, ও ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটির সদস্য সেক্রেটারি সত্য অর্ণব ঘোষাল, মূলত এই তিনজন সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছিল।
গত ১০ ই এপ্রিল থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ধুলিয়ান এলাকায় ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। দুষ্কৃতিদের তান্ডবে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ মালদার বেশ কিছু এলাকায় সাম্প্রদায়িক হিংসার কারণে প্রাণ যায় সাধারণ মানুষের। এরপরই হাইকোর্টের নির্দেশে ৩ সদস্যের তদন্তকারী সংস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়। নির্দেশের রিপোর্ট পেশ হওয়া মাত্র দাবি করা হচ্ছে, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে এ ঘটনা সরকারি মদতে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। রিপোর্ট পেশ হওয়ার পর কার্যত অপ্রস্তুতে পড়েছে তৃণমূল সরকার।