শিমুল আলী
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের লালপুর উপজেলায় নতুন করে আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় শিশু, মেডিকেল স্টার্ফ, পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার সময় নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, রামেক ল্যাব থেকে পাঠানো লালপুরে ৯ জনের করোনা পজেটিভ রেজাল্ট জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে লালপুর উপজেলার শিবনগর, কুজিপুকুর, গোসাইপুর-ধনঞ্জয়পাড়া, দক্ষিন লালপুর, ওয়ালিয়া, উত্তর লালপুর, লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, জোতদৈবকী ও বিদিরপুর গ্রামে ১ জন করে মোট ৯ জন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে বলেন,‘আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে এবং আক্রান্তর কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।