যশোরের নতুন ডিসি দায়িত্ব নিচ্ছেন আগামী মঙ্গলবার ‌৷

যশোরের জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়া উপসচিব মো. তমিজুল ইসলাম খান আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।
এর আগেই তিনি যশোর আসবেন। আগামী রোববার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠানে থাকবেন নতুন ডিসি তমিজুল।
আজ রাতে মো. তমিজুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন।
এর আগে ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরের জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। গেল ৫ জুন জনপ্রশাসনের যে ১২৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল, মোহাম্মদ শফিউল আরিফ তাদের একজন। ১৮তম বিসিএসের এই কর্মকর্তা ২০১৯ সালের ২৫ জুন যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন।

Latest articles

Related articles