সামাজিক দুরত্ব কে পাত্তা না রমরমিয়ে চলছে গরুর হাট।

এনবিটিভ ডেস্ক:শুক্রবার ভাঙড়ের পোলেরহাট গরুহাটায় ভিড় ছিল দেখার মত।কয়েক হাজার গরু কেনা বেচার জন্য কয়েকশো মানুষের ভিড় লক্ষ করা যায়।সেখানে দূর-দূরান্ত থেকে বহু মানুষ গরু কেনাবেচা করতে আসেন।কোথাও কোন শারীরিক দূরত্ব ছিল না। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না।
অথচ সরকারি তালিকায় পোলেরহাট বাজার কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভাঙড় ২ ব্লকের বিজয়গঞ্জ বাজার, শোনপুর বাজার,পাকাপোল বাজার কন্টেনমেন্ট জোন ঘোষণা করার পর এদিন সকালে অধিকাংশ দোকান, বাজার বন্ধ রাখা হয়।বাজারে কিছু কিছু জায়গায় লোকজনের জমায়েত থাকায় পুলিশ গিয়ে লাঠি নিয়ে তাড়া করে।

Latest articles

Related articles