গোলাম হাবিব,এনবিটিভি,মালদা: মানুষের জন্য কাজ করার সদিচ্ছা থাকলেই মানুষের পাশে দাঁড়ানো যায় তা বারবার কাজের মাধ্যমে প্রমাণ করছেন কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সদস্য হাসেন আলী। কালিয়াচক এক ব্লকের নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক বিশাল গ্রাম উত্তর দারিয়াপুর যেখানে প্রায় চার হাজারের অধিক লোকের বাস। সম্পূর্ণ গ্রামের নিকাশি নালা দিয়ে জল বয়ে আসে জাতীয় সড়কের অপর পাশে, কিন্তু জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার পরেই জল আবদ্ধ হওয়া শুরু হয় এবং শুরু হয় গ্রামের রাস্তায় জল জমার। আগে দুবার হাসেন আলীর নেতৃত্বে সে সমস্ত ড্রেন পরিষ্কার করার পরে কিছুটা সুরাহা হলেও বর্ষা বেড়ে যাওয়ায় জলমগ্ন চার হাজারের অধিক জনের বসবাসকারী উত্তর দারিয়াপুর গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয় হাজার হাজার মানুষকে প্রতিদিন নামাজ পড়তে। শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য শত শত ছেলে মেয়েদের যেতে হয় টিউশন পড়ার জন্য। অতিষ্ঠ হয়ে ওঠে এলাকার মানুষের জনজীবন। অবশেষে নজরে পড়ে জাতীয় সড়ক সম্প্রসারণের সময় ছোট্টো এক ভুলের মাশুল গুনতে হচ্ছে এলাকাবাসী কে। রাস্তার কাজ সম্প্রসারণ করার সময় পুরাতন সড়ক থেকে কালভার্টের যোগাযোগ স্থাপন করার সময় নতুন কালভার্টের মুখে জ্বালি দেওয়া ছিল সেটাই বন্ধ হয়ে থেকে যায় জলের নিচে। শনিবার সকাল থেকে সেই নতুন সড়কের কালভেটে জালি এবং সাটারিং খোলার ব্যবস্থা করেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা হাসেন আলী। আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উত্তর দারিয়াপুর গ্রামের আপামর জনসাধারণ।