রাজ্যে শাসকদলের পর এবার বাম কংগ্রেস জোটের বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারিকরণের বিরুদ্ধে

নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া : বর্তমানে করোনা সংক্রামনের সংশয় অন্যদিকে আগামীতে কাজ হারানোর দুশ্চিন্তা! মধ্যবিত্তের এই উভয় সঙ্কটে রানাঘাট জি আর পি সামনে রেলের বেসরকারি করনের প্রতিবাদে বিক্ষোভ । সিপিআইএম এবং কংগ্রেস জোটের স্থানীয় নেতৃত্ব সহ কর্মীরা প্রতিবাদে অংশগ্রহণ করেন।রেলের বেসরকারিকরণের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তীব্র সমলোচনা করেন। রাজ্যের শাসক দলও রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে প্রতিবাদ করেছেন গত দুই দিন আগে। এবারে সিপিএম ও কংগ্রেসের জোটের বিক্ষোভ নদীয়ার বিভিন্ন জায়গায়। আদৌ কি টনক নড়বে কেন্দ্রীয় সরকারের? নাকি আন্দোলন ঠিক জোরদার হচ্ছে না, করোনা পরিস্থিতিতে! উত্তর জানা যাবে ভবিষ্যতে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন , এই পরিস্থিতিতে মিটিং মিছিল আন্দোলন শোভনীয় নয় সেটা যেমন, ঠিক তেমনই লক্ষ লক্ষ মানুষ কাজ হারাতে চলেছেন এমন সিদ্ধান্তে। তাই তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন।

Latest articles

Related articles