নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া : নদীয়ার বগুলা ২নং গ্রাম পঞ্চায়েত এর আগমনী ক্লাব ও মহাকাল সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক মাননীয় সমীর কুমার পোদ্দার মহাশয়।
বিধায়ক জানান এ ধরনের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করোনার মহামারি পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব বারোয়ারি এগিয়ে আসছে তা প্রশংসার যোগ্য। বিশেষ করে রক্তদানের মতোন মহান উদ্যোগ।উদ্যোক্তারা জানিয়েছেন, আগেও বিভিন্ন ভাবে সদস্যদের দ্বারা উপকৃত হয়েছে বগুলার মানুষ। এবারে তাদেরই দেওয়া রক্তদানে বাঁচবে জেলার অন্য প্রান্তের মুমূর্ষু রোগী। গর্বের বিষয়, রক্তদান করে অন্যের জীবন বাঁচাত পেরে এমনই জানালেন রক্তদাতারা। ৫২জন যুবক-যুবতী রক্ত দান করলেন।