এনবিটিভি ডেস্ক: একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে বিজেপিতে যোগদান করলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সেরা মিড ফিল্ডার মেহতাব হোসেন।
মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বাংলার ফুটবল জগতের অতি পরিচিত মুখ মেহতাব হোসেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে স্বাগত জানিয়েছেন।
মেহতাব হোসেনের রাজনীতিতে আসার গুজব নতুন নয়। মোহনবাগানে যোগ দেওয়ার সময় ময়দানে রটে গিয়েছিল মোহনবাগানের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিতে পারেন মেহতাব। এবার সেইসব গুজবকে ময়দানের বাইরে ক্লিয়ার করেই বিজেপিতে যোগ দিলেন মেহতাব হোসেন।
কিন্তু লড়াকু মানসিকতার মেহতাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলের হয়েই বহু ম্যাচ জেতানোর নায়ক হলেও, রাজনীতি থেকে বরাবরই তাঁকে শতহস্ত দূরে থাকতে দেখা গিয়েছে। তিনি বহুবার সুযোগ থাকার পরেও যোগ দেননি রাজনীতিতে। বরাবরই ঘৃণা করতেন রাজনীতিকে। কিন্তু এবার একেবারেই উল্টোপথে পাড়ি দিলেন মেহতাব হোসেন।
তবে বিজেপির সদস্য সমর্থকেরা মেহতাবের মতো লড়াকু প্রাক্তন ফুটবলারকে দলে পেয়ে বেশ খুশি । তাঁরা আশা করছেন বিজেপির হয়েও মেহতাব ফুটবলের মতোই রাজনীতির কঠিন লড়াই একক দক্ষতায় লড়ে জিতে নেবেন।
বিজেপিতে যোগ দিয়ে তাঁর মন্তব্য, বিজেপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। যদি বিজেপি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল না হতো তাহলে আমি মুসলিম আমাকে তারা দলে নিত না!
যদিও, দীর্ঘদিন ধরে মেহতাবের ইচ্ছা ছিল মানুষের জন্য কাজ করার। কিন্তু প্লাটফর্ম খুঁজে পাচ্ছিলেন না। তাই আমি বিজেপিতে যোগদান করেছি। এবং আমার খুব ভালো লাগছে। আপাতত বারুইপুরে থেকেই সমাজের উদ্দেশ্যে কিছু করতে চাই।