জীবাণুমুক্ত রানীগঞ্জকে স্যানিটাইজড করার উদ্যোগ নিলেন স্থানীয় বিধায়ক

এনবিটিভি নিউজ ডেস্ক, ২২ জুলাই,রাণীগঞ্জ: সর্বত্র জীবাণুমুক্ত করা হয়নি এই অভিযোগ তুলে বুধবার রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন অলিগলিতে এবার জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল রানীগঞ্জের বিধায়ক। করনা মহামারীর আবহকাল এই ওয়ার্ডে বেশ কয়েকজন শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। সে মতোই তাদের উপসর্গ লক্ষ্য করার পরপরই তাদের কোভিড হাসপাতালে ভর্তিও করা হয়। এরপর নিয়মমাফিক ওই এলাকা গুলিতে ও সংলগ্ন এলাকাগুলিতে সেনিটাইজ করার কাজ করা হলেও লাগোয়া এলাকার অন্য অলিগলিতে সেনিটাইজ করা হয়নি। এই দাবি করে আসছে বিরোধী দল বাম সংগঠন। নেতৃস্থানীয়দের দাবি রানীগঞ্জের বেশ কয়েকটি মুখ্য সড়কগুলোতে ও শহরের প্রাণকেন্দ্র গুলিতে সেনিটাইজ করার জন্য উদ্যোগ নিতে দেখা গেলেও, কোরেন্টিন জোনের লাগোয়া এলাকা গুলিতে সেনিটাইজ করার কোন উদ্যোগই নেয়নি প্রশাসন। এর কারণে ঐসকল এলাকাগুলিতে বিপদের আশঙ্কা করেছে বাম সংগঠন সিপিআইএমের কর্মী-সমর্থকরা। এ বিষয়ে কে লক্ষ্য করে আসানসোল কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের ওয়ার্ডেই বুধবার সকাল থেকে বিভিন্ন অলিতে গলিতে সেনিটাইজ করার উদ্যোগ নিল রানীগঞ্জের বিধায়ক। তিনি এদিন এই কর্মসূচিতে অন্য সকল দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিশেষভাবে এই কর্মসূচির নেতৃত্ব দেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক রুনু দত্ত জানিয়েছেন।

Latest articles

Related articles