এনবিটিভি,জামিল হোসেন, ২৪ জুলাই, আসাম: সিবিএসসি মাধ্যমিক পরীক্ষায় ৯৫.১শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া করিমগঞ্জ জেলার রাতাবাড়ি অঞ্চলের কৃতি ছাত্র সাকিল আহমেদকে সংক্ষিপ্ত এক সভার মাধ্যমে আজ প্রেড ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এটিএম জাকারিয়া ক্বাসিমী আনিপুর জেলা পরিষদ সদস্য জানাব হেলাল আহমেদ খাঁন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান আব্দুল বাতিন সদস্য তারিক আনওয়ার প্রমুখ।সংস্থার কর্মকর্তারা সাকিলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।