“বিশ সালের ভারত”
রুফসানা খাতুন
এ কোন এক স্বাধীন ভারত
যেথায় দেশবাসী নিপীড়িত;
অপরাধীরা স্বাধীন আছে
নির্দোষীরা ঢেড় অত্যাচারিত।
পেটের দায়ে মানুষ গুলো
মাথার ঘাম ফেলতো পায়ে;
পথে ঘাটে সেই মানুষই
মরছে ক্ষুধার প্রবল দায়ে।
অন্যায়গুলো চেপে দিয়ে
হচ্ছে কেমন মিথ্যার শাসন;
কিসের জন্য রাজা তুমি
করলে দখল সিংহাসন।
দেশের শান্তি ভঙ্গ করে
ওই গদি আর কতদিন;
ক্ষান্তি ক্ষমতা হারিয়ে গেছে
এবার বরং মুক্তি দিন।