লকডাউনের একঘেয়েমি কাটাতে তাসের আসর, একসঙ্গে করোনা আক্রান্ত ৪০ জন!

এনবিটিভি ডেক্স: একঘেয়েমি কাটাতে তাসের আসর, একসঙ্গে করোনা আক্রান্ত ৪০ জন! ১ মাসের বেশি সময় ধরে লকডাউন চলায় অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন, একঘেয়েমি গ্রাস করছে অনেককে।চায়ের দোকানে আড্ডা, পাড়ায় ক্যারম খেলা নিয়ে কম আলোচনা হয়নি। কিন্তু বারবার সচেতন করেও লাভের লাভ যে কিছু হয়নি। লকডাউনের একঘেয়েমি কাটাতে একসঙ্গে তাসের আসরে বসেছিলেন অনেকে। তার ফলেই এবার ২৪ জন একসঙ্গে করোনা আক্রান্ত হলেন। একই শহরে অপর ঘটনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়।

Latest articles

Related articles