পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন নিউজ চ্যানেলে ভেসে উঠল ভারতের জাতীয় পতাকা, তদন্তের নির্দেশ

এনবিটিভি ডেস্ক: পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন নিউজ চ্যানেলের পর্দায় হঠাৎই ভেসে উঠল ভারতের পতাকা। পাশে লেখা ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স’ ডে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটেয় বিজ্ঞাপন চলাকালে এ ঘটনা ঘটে। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই স্থির চিত্র এবং ভিডিও। সম্প্রচার সিস্টেম হ্যাক করে এ কাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ডন নিউজ জানায়, স্বাভাবিকভাবেই তাদের সম্প্রচার চলছিল। আচমকাই বিজ্ঞাপন চলাকালে ভারতের পতাকা এবং ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’ লেখা ভেসে উঠে। কিছুক্ষণ পতাকাসহ লেখাটি পর্দায় স্থায়ী হয়। পরে নিজে নিজে মুছে যায়।’

‘হঠাৎ করে পর্দায় ভারতীয় পতাকা এবং ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে‘ লেখা সম্প্রচার হওয়ার বিষয়টি ডন তদন্ত করছে। কী ঘটেছিল তা অনুসন্ধান করে দর্শককে অভিহিত করা হবে।’ জানিয়েছে ডন।

Latest articles

Related articles