এনবিটিভি ডেস্ক: রাজারহাটের নারায়ণপুর রামনগরে রামপুজো ঘিরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজি ছাড়াও বেশ কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে প্রচুর গাড়ি।
যদিও, বিজেপির পাল্টা অভিযোগের তির বিধানগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, তাপসবাবু এবং তাঁর অনুগামীরা পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেন।
কিন্তু তাপস চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনা বিজেপির পূর্ব পরিকল্পনা। ধর্মীয় দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা। আমাদের দলের কর্মীরা ওই ঘটনার সঙ্গে কেউ যুক্ত নয়। যদিও পরে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এলে শান্ত হয় পরিস্থিতি।