ডাঙ্গালপাড়া গ্রামে পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাল পাড়া গ্রাম পরিদর্শন করতে
পৌঁছালেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
গ্রামের মানুষের অনুরোধে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বিধায়ক।
মূলত গ্রামবাসীদের চাহিদা রাস্তা, বাড়ি ও পানীয় জলের।
বারাবনি বিধায়ক তাদের আশ্বাস দেন খুব দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে।
এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বলেন ডাঙ্গালপাড়ায় আজ পরিদর্শন করা হলো,এই গ্রামে সত্যি মানুষের বাড়ির,পানীয় জলের ও রাস্তার প্রয়োজন রয়েছে।তাদের প্রতিটি বাড়ির জিও ট্যাগে নাম দেওয়া হয়েছে, ধীরে ধীরে তাদের বাড়ি আসবে, কিন্তু রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান খুব দ্রুত আমরা করবো।
বিধায়কের সঙ্গে আজ গ্রাম পরিদর্শন করতে যান জেলা পরিষদ সদস্য তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং,পুচড়া গ্রাম আঞ্চলিক সভাপতি তথা পুচড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পার্থ সারথি মুখার্জী,পুচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার পাল সহ আরো নেতৃবৃন্দ।

Latest articles

Related articles