কালোবাজারি রুখতে সব্জির বাজারে টাস্কফোর্স

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200806-WA0014

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: একদিকে লকডাউন, অন্যদিকে মরার উপর খাড়ার ঘা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। আলুর দাম ৩০টাকা ছুঁই ছুঁই। এর ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। দামের আগুনে বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দিলেও ২৫টাকা কিলো দরে আলু পাওয়া যাচ্ছে না। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নির্দেশে একটি টাস্কফোর্স সালানপুর ব্লকের রুপনারায়নপুর বাজার ও চীত্তরঞ্জন বাজার বিভিন্ন পাইকারি ও খুচরো দোকান গুলোতে হানা দেয়।
আলুর দাম কি, আলুর কালোবাজারি যাতে না হয়, অহেতুক স্টক যাতে কেউ করে রাখতে না পারে সেই কারণে অভিযান চালানো হয়। পাশাপাশি ওজনের যন্ত্রগুলি নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সেই যন্ত্র গুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি কোথাও গরমিল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান কয়েকদিনের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রনে চলে আসবে।আজকে রুপনারায়নপুর বাজারে সব্জী,মাছ,মাংস,আলু,পেয়াজ,চাল ও ডালের দাম দর দেখেন সাথে ওজনের কাটা বাটখারা তে বেশীর ভাগ গরমিল পাওয়া যায় বলে যানান পরিদর্শন করতে আসা আধিকারিক রা !বেশ কীছুওজনের বাটখারা শীচ করা হয় !

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর